ফরিদগঞ্জে আবু ওসমান চৌধুরী স্মৃতি সংসদ ও পাঠাগার উদ্বোধন

চাঁদপুরের ফরিদগঞ্জ প্রয়াত মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর স্মৃতি ধরে রাখতে স্মৃতি সংসদ ও পাঠাগার উদ্বোধন।

২৯ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলার চান্দ্রা বাজারে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সদ্য যুগ্মসচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত মো: হাবিবুর রহমান।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যা তপদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মমিন তপদার, আব্দুল হামিদ, আবু সাঈদ বরকন্দাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ফরিদগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আহসান হাবিব নেভী, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান আজিম মুক্তি, মোশরফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আলাউদ্দিন বকাউল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বকাউল , মো: শাহাবুদ্দিন ও বিশ্বজিৎ।

উদ্বোধন শেষে মরহুমের জন্য দোয়া ও মুনাজাত করা হয়। এছাড়া সংগঠনটি পরিচালনার জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমাÐার সহিদ উল্যা তপদারকে আহবায়ক ও আহসান হাবিব নেভীকে সদস্য সচিব করে আহŸায়ক কমিটি গঠন করা হয়।

Share