চা শ্রমিক হত্যা দিবস ও চাঁদপুরে স্মৃতিসৌধ নির্মাণের দাবি

চা কোম্পানী কর্তৃক চা শ্রমিকদের ওপর অমানুসিকভাবে নীপিড়ন,নির্যাতন,স্বল্প মজুরি,অপ্রতুল রেশন প্রদান,বসবাস অযোগ্য অনপোযোগী ছোট ছোট ঘর যেখানে ছেলে-মেয়ে নিয়ে মর্যাদা থাকা যায় না,শিক্ষা-চিকিৎসার অধিকার না পাওয়ার যন্ত্রনা থেকে রক্ষা পাওয়ার জন্য নিজ মুল্লুকে যাওয়ার পথ না চেনা মানুষগুলো-চল-চল মুল্লুক শ্লোগান দিয়ে বাধ্য হয়ে সিলেট থেকে রেল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ২০ মে ১৯২১ চাঁদপুর পৌঁছে।

এ দিনে চাঁদপুরের রেলস্টেশনে স্টিমারে উঠতে গেলে বৃটিশ সরকারের মদদপুষ্ট হয়ে ‘গুখ্যা সৈনরা বাধা সৃষ্টি করে- লাঠি চার্জ করে-গুলি করে শত শত চা শ্রমিকদের হত্যা করে ও পেট কেটে অনেককে মেঘনা নদীতে ফেলে দেয়। এরপর চাঁদপুরের চা শ্রমিকদের আরো ভয়াবহ ঘটনা ঘটে।

তৎকালীন চাঁদপুরে উদিয়মান নেতা হরদয়াল নাগসহ অসংখ্যা মানুষের অক্লান্ত পরিশ্রম ও ভারতবর্ষের জাতীয় নেতাদের স্বীকৃতি-আগমন ও করণী ঘটনা প্রবাহে কিভাবে চা পরিশ্রমদের ঘটনার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া ও চাঁদপুর স্মৃতিসৌধ নির্মাণের দাবীতে-শুক্রবার ২০ মে ২০২২ শুক্রবার বিকাল ৪ টায় বড়স্টেশন রক্তধারার পূর্ব পাশে বাসদ ও শ্রমিক ফ্রন্টের উদ্যোগ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থাকার জন্য প্রগতিশীল বামগণতান্ত্রিক দল,ব্যক্তি ও সচেতন দেশপ্রেমিক নাগরিকদের উপস্থিত হয়ে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান বাসদ-চাঁদপুর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার-বাসদ নেতা দিপালী রানী দাস ও শ্রমিক নেতা আবু তাহের বন্দুকসী।

প্রেস বিজ্ঞপ্তি ,
১৯ মে ২০২২
এজি

Share