মাত্র দু’ দিন পর মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন করতে মুখিয়ে রয়েছে গোটা জাতি। আগামি শুক্রবার বিজয়ের আনন্দ উদযাপন ও শহীদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপ্রধানসহ দেশের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাভারের স্মৃতিসৌধে আসবেন।
দিবসটি উপলক্ষে ও শহীদদের নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে তিন স্তরের নিরাপত্তার চাদরে স্মৃতিসৌধের পুরো এলাকা ঢাকা থাকবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান রিপন।
আজ বুধবার ১৪ ডিসেম্বর বিকেলে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আসাদুজ্জামান রিপন বলেন,‘ স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে সর্বসাধারণের প্রবেশ আমরা বন্ধ রেখেছি। পাশাপাশি এলাকায় যেসব জনবসতি আছে তাদের নাগরিকত্ব ফরম দিয়েছি। নতুন কোনো লোকের এলাকায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ।’
তিনি বলেন, ‘ নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় ওয়াচ-টাওয়ার দিয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমাদের প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য এ এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন । ’
সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্যদয়ের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
১৪ ডিসেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur