‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করবে কর্তৃপক্ষ। এ কারণে স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশে নির্দেশনা দেয়া হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়েছে। এতে বলা হয়েছে,‘মহান বিজয় দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনে আগামি ১৩ থেকে ১৫ ডিসেম্বর সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
এছাড়া ১৬ ডিসেম্বর সকালে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়েছে, জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। রবিবার ২০ অক্টোবর তথ্য বিবরণী থেকে এ নির্দেশনার তথ্য জানা গেছে।
২০ অক্টোবর ২০২৫
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur