চাঁদপুরের মেঘনার মোহনায় যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১০ মণ ৩০ কেজি জাটকা ও ছোট সাইজের পাঙ্গাস জব্দ করেছে কোস্টগার্ড।
রোববার (১২ নভেম্বর) বিকেলে শহরের ইচলী ডাকাতিয়া নদীর পাড় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এসব জাটকা ও পাঙ্গাস মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সিঞ্চন আহমেদ বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা মেঘনার মোহনায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাহিদ-৮ এ তল্লাশি করেন।
এসময় ১০ মণ ৩০ কেজি জাটকা ও ছোট সাইজের পাঙ্গাস জব্দ করা হয়।
পরে বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব মাছ এতিমাখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় বলে জানান তিনি।
সিনিয়র করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ৯ : ০৩ পিএম, ১২ নভেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ