হঠাৎ এসেছিলে চোখের আলোতে
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে…..।
.
এটাই কি প্রণয়ের অনুভূতি?
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি।
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান…..
তাই ভুলে গেছি যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
.
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন?
তোমায় ঘিরে যে কত বেদনা
এসো না তুমি আঁধার ভুলে আলোতে
জড়িয়ে নিবো মায়ার চাদরে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে…..।
ভালবাসা তো হয়না মনের বিপরীতে!
আপডেট: ০৬:৪২ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবারচাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur