ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর : আপডেট: ১২:২৫ অপরাহ্ণ, ২৪ জুলাই ২০১৫, শুক্রবার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় রোকসানা নামে এক কিশোরীকে পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ১৪-১৫ বছর।
মেয়েটির বাবা আবদুস সোবাহান, মা নুরজাহান ও ভাই ইব্রাহীম। সে বাড়ির ঠিকানা ও অতীতের স্মৃতি স্মরণ করতে পারছে না। তবে পরিবারের কাছে ফিরে যেতে কাঁদছে সে।
ঈদের পরদিন রোববার (১৯ জুলাই) কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় মেয়েটিকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পায় স্থানীয় আলী আহাম্মদ ও ছায়েরা দম্পত্তি। পরে তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসায় তার চেতনা ফেরলেও স্মরণ শক্তি ফেরেনি। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মেয়েটির অভিভাবকদের থানায় যোগযোগ করতে অনুরোধ করেছেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur