ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে রেলী, মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উক্ত মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা(অ.দা.) আজিজুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, একসময়ে বাংলাদেশ খাদ্যের নিজেদের দৈনন্দিন চাহিদা মেটাতে অন্যদেশের উপর নির্ভর করতে হতো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং এদেশের আপামোর জনগণের প্রচেষ্টার অংশ হিসেবে ধীরে ধীরে ধান, মাছ, ফল এবং কৃষিজ পণ্য উৎপাদনে নিজেদের সক্ষমতা অর্জন করেছি। ইলিশ মাছ উৎপাদনে আমরা বিশ্বে প্রথম। মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে ৫ম। গত ১২ বছরে আমাদের মাছের উৎপাদন বৃদ্দি পেয়েছে ৫১ ভাগ। এসবই আমাদের সফলতা। এখন এই ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং সামনের কঠিন দিনসমূহে নিজেদের অবস্থান সুদৃঢ় রাখতে হলে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। নিজ নিজ কর্মের সাথে সাথে উদ্যোক্তা হয়ে মাছসহ কৃষিজ পণ্য উৎপাদন করতে হবে। এতে শুধু নিজের পরিবারের নিরাপদ খাদ্যের সংস্থান হবে তা নয়, অর্থনৈতিক সমৃৃদ্ধি আসবে। জাতির পিতার সোনার বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে অর্থনৈতিক মুক্তির বিকল্প নেই।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: মান্নান, সহকারি মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, শরীফ হোসেন খান, আলাউদ্দিন ভূঁইয়া ও মাহমুদুল হাসান মিরাজ ।
এর আগে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূণূ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ জুলাই ২০২৩