আমরা নৌকার বিপক্ষে নয়, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ইচ্ছে করলে যে কেহই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে। সে প্রেক্ষিতে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়া। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সাথে স্মার্ট ফরিদগঞ্জ গঠন করতে হলে আলহাজ্ব ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়াকে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন আ’লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা আ’লীগে সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার এ সকল কথা বলেন।
২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ইউনিয়নের ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভা প্রধানে, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ খালেক পাটওয়ারী, ইউপি সদস্য জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগে সাবেক সভাপতি মাহাবুব আলম সোহাগ, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুজন, যুগ্ম- সাধারন সম্পাদক রবিউল হোসেন, পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন যুবলীগ সভাপতি ইয়াসিন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি শাহীন শহীদ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, উপজেলা যুবলীগের সাবেক সদস্য জহিরুল ইসলাম, মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের সহ-সভাপতি আকবর হোসেন ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা রসু মিয়া, আওয়ামী লীগ নেতা আমির হোসেন, জিয়া উদ্দিন, জসিম উদ্দিন পাঠান, যুবলীগ নেতা রিয়াদ, ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, উপজেলা হকার্স লীগের সভাপতি সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১২ ডিসেম্বর ২০২৩