কচুয়াকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : নবাগত ইউএনও

চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন,সাংবাদিকরা সমাজের সব অনাচার,অনিয়ম,অভাব-অভিযোগ,উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করে। সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পন। সরকারের উন্নয়ন কর্মকান্ড সমাজ ও জাতির কাছে তুলে ধরতে হবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের অংশীদারিত্ব কোনো অংশে কম নয়। কচুয়া উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় রূপান্তর করতে সকলের সহযোগিতা কামনা করছি পাশাপাশি উপজেলা প্রশাসনকে সকল কাজে সার্বিক ভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা,কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন, সাবেক সভাপতি মানিক ভৌমিক ও রাকিবুল হাসান,সহ-সভাপতি কবি আলী আক্কাস তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আমির হোসেন, সিনিয়র সদস্য সনতোষ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন প্রমুখ। এসময় সাংবাদিক বিল্লাল মাসুম, ফয়সাল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ নভেম্বর ২০২৩

Share