চাঁদপুর

মুজিববর্ষের বঙ্গবন্ধু স্মারক গ্রন্থে লেখা আহ্বান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে জেলা প্রশাসন,চাঁদপুর কর্তৃক স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ গ্রন্থে সন্নিবেশের জন্য চাঁদপুর জেলার সকল উপজেলার সর্র্বস্তরের আগ্রহী জনগণ হতে বঙ্গবন্ধু বিষয়ক স্মৃতিচারণমূলক লেখা,বঙ্গবন্ধু বিষয়ক মৌলিক গল্প,কবিতা, ছড়া,প্রবন্ধ, বঙ্গবন্ধুর বিরল আলোকচিত্র,চাঁদপুরে বঙ্গবন্ধুর আগমন ও স্মৃতিধন্য স্থানের বর্ণনা ও ছবি, বঙ্গবন্ধুর সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ ও সংযোগের তথ্য প্রমাণ বা দলিলাদি,বঙ্গবন্ধুর স্বহস্তে লিখিত চিঠিসহ প্রাসঙ্গিক অন্যান্য লেখা আহবান করা হযেছে ।

আগামি ২৩ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে জনাব কাজী শাহাদাত, মহাপরিচালক, সাহিত্য একাডেমি, চাঁদপুর ও সদস্য সচিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে স্মারকগ্রন্থ উপ-কমিটির নিকট অথবা ধফপরপঃপযধহফঢ়ঁৎ@মসধরষ.পড়স এ ই-মেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) থেকে প্রেরিত ।

করেসপন্ডেন্ট , ১২ ডিসেম্বর ২০১৯

Share