চাঁদপুর

চাঁদপুরে নতুন কুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের স্মরণিকা’র মোড়ক উন্মোচন

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ২৭ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকা প্রকাশ উন্মোচনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ট্যাক্সেস বার সাবেক সভাপতি অ্যাড. মো. আব্বাস উদ্দিন।

চরসেন্সাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে ও নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এম অ্যান্ড নাহার ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক মো. লিয়াকত আলী বাচ্চু, চেয়ারম্যান শামসুন্নাহার, চাঁদপুর পরিবেশ আইনবীদ সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, ব্যাবসায়ী মো. ফারুক হোসেন, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি শেখ মনিরুজ্জামান বাবুল, অ্যাড. দেবাশিষ কর মধু, চাঁদপুর অটো রাইস মিলের পরিচালক ইব্রাহীম খলিল।

এসময় আরো বক্তব্যে রাখেন দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এম আর ইসলাম বাবু, শিশু থিয়েটারের সভাপতি পি এম বিল্লাল, অনুপমের সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, নাট্য নির্দেশক আক্রাম খান প্রমুখ।

স্মরণিকা প্রকাশের দায়িত্ব পালন করেন, অ্যাড. নুরুল হক কমল।

সার্বিক সহযোগতায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদিকা মুক্তা, সাংগঠনিক সম্পাদক জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক : আশিক বিন রহিম
: : আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ শুক্রবার
এইউ

Share