Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ১৫ বছর স্বৈরাচারী সরকার অনিয়ম দুর্নীতি ও লুটপাট চালিয়েছে: মো: হারুনুর রশিদ
বছর

১৫ বছর স্বৈরাচারী সরকার অনিয়ম দুর্নীতি ও লুটপাট চালিয়েছে: মো: হারুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ বলেছেন, বিগত পনের বছর আমরা দু:সহ জীবন যাপন করেছি। কেউই একটি দিনের জন্য ঘুমানো দুরের কথা ব্যবসা বানিজ্য করতে পারেনি। আমাদেরকে ভয়,খুন ও গুমের আতঙ্কের মধ্যে রেখে স্বৈরাচারী সরকার অনিয়ম দুর্নীতি ও লুটপাট চালিয়েছে। তাদের ক্ষমতার দম্ভে মানুষ তদটস্থ ছিল। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনেই তারা ধ্বংস হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী পালানোর জন্য মাত্র ৪৫মিনিটি সময় পেয়েছিলেন। এসকল বিষয় আমরা যারা দল করি তাদের মনে রাখতে হবে। এসব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৩বারের প্রধানমন্ত্রী আপোষহীন ছিলেন বলেই রাজপথে বিএনপি এখনো টিকে রয়েছে। আমাদের এই সুফলকে কেউ যেনে ছিনিয়ে নিতে না পারে সেজন্য সর্তক থাকতে হবে। তারা যা করেছে অবশ্যই আমরা তা করবো না। তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায় রইল। তাদের অপরাধের সাজা আইনের মাধ্যমে এবং মহান আল্লাহই নির্ধারণ করবেন। বিএনপি একটি মানবিক দল যার প্রমাণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সঞ্জিত অর্থ আত্মমানবতার সেবায় ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য আমিও আমার নির্বাচনী এলাকা ফরিদগঞ্জের সর্বত্র টানা বৃষ্টিতে জলাবদ্ধতার শিকার হয়ে দুর্গত মানুষের মাঝে খাদ্য সহায়তা নিয়ে ছুটে এসেছি। আপনারাও নিজের মতো করে সামর্থ অনুযায়ী তাদের পাশে দাড়াবেন।

শনিবার (৩১ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সোভান গ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য মানিক হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন, যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান, পৌর স্বেচ্ছসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, যুগ্মআহ্বায়ক হারুন পাঠান প্রমুখ।

আলোচনা সভা শেষে এলাকার দুর্গত ৪শতাধিক লোকের মাঝে ত্রাণ বিতরণ করেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ৩১ আগস্ট ২০২৪