চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গ ও আক্রান্তে মৃতদের দাফনে নিয়োজিত ‘ওরা ১১ জন স্বেচ্ছাসেবী টিমের সদস্য রফিকুল ইসলাম মারা গেছেন।
হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা-বিলওয়াই গ্রামে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর।
তবে তার কোন করোনা উপসর্গ লক্ষ্য করা না গেলেও প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছের তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
হাজীগঞ্জ উপজেলায় ১১জন মিলে করোনাকালে মৃতদেহ দাফন ও নামাজের জানাজা পড়ানোর ঘোষণা দেন। ওই ১১ জনের মধ্যে রফিকুল ইসলাম একজন ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারের আল আকসা টেইলার্সের ‘রফিক ভাই’ বলে সবার কাছে বেশ পরিচিত।
ওই ১১ জনের একজন শিক্ষক শরীফুল হাছান বলেন, রবিবার সকালে রফিক ভাইয়ের শরীর অসুস্থবোধ করেন। নিজেই ছেলেকে নিয়ে বাজারে এসে কয়েকজনের ঋণের টাকা পরিশোধ করেন। পরে বাসায় গিয়ে জিকির করতে করতে দুপুর ১টায় রফিক মারা যান।
প্রসঙ্গত, হাজীগঞ্জ উপজেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত প্রায় ১০/১২ জনের দাফন কাজে অংশ গ্রহণ করেছিলেন।
শেষ খবর পর্যন্ত জানা যায়, মৃত রফিকুলের দেহ থেকে করোনা টেস্ট করতে সেম্পল গ্রহণেরর প্রস্ততি চলছে।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ৩১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur