চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের তিন যুগ্ম-আহবায়ক ও দু সদস্যকে বরণ করে নিয়েছেন পৌর ১৩ নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সোমবার ১০ মার্চ রাতে কুমিল্লা রোডস্থ মঠখোলা এলাকায় স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটির যুগ্ম- আহবায়ক ফজলুর রহমান পাটোয়ারীর বাসভবনে তাদেরকে মিষ্টিমুখ করিয়ে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।
যাদেরকে বরণ করা হয়েছে তারা হলেন যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান পাটওয়ারী, যুগ্ম-আহবায়ক মো. মাসুদ আহম্মেদ আখন্দ, যুগ্ম-আহবায়ক মো. মাসুদ রানা, সদস্য ইঞ্জি. মো. সামাউন কবির গাজী, নুরুল আমিন সোহাগ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন, সহ-সভাপতি মোঃ হান্নান মুন্সী, ১৩ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মনির হোসেন, যুবদল নেতা শামীম গাজী, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ বরকন্দাজ, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওসমান গনি চৌধুরী, বিএনপি নেতা গাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ রাসেল চৌধুরী এবং জাহাঙ্গীর হোসেন খানসহ স্থানীয় নেতাকর্মীরা।
৪ নং যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান পাটোয়ারী নতুন এ কমিটি প্রকাশে তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও প্রকাশিত কমিটির চাঁদপুর জেলা আহবায়ক, সিনিয়র যুগ্ন আহবায়ক ও সদস্য সচিব সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকশ করনে।
এসময় তিনি বলেন, প্রকাশিত কমিটি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলকে পুনর্গঠন করে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে। যে কমিটি আগামী দিনে জাতীয় নির্বাচন সহ স্থানীয় সকল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য যে, গত শনিবার ৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত চাঁদপুর জেলার ৫১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
নিজস্ব প্রতিবেদক :
১২ মার্চ ২০২৫