চাঁদপু‌রে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লিত

দলীয় কর্মসূচির বর্ণাঢ্য আ‌য়োজ‌নে মধ্যদিয়ে চাঁদপু‌রে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পা‌লন করা হ‌য়ে‌ছে। ২৭ জুলাই বুধবার রাত ১২টা ১ মিনিটে কেক কেটে দিসবটি পালনের কর্মসূ‌চি শুরু হয়। এরপর সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উ‌ত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিকা‌লে লী‌গের দলীয় কার্যালয়ে পথসভা শে‌ষে শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডসহ অন্যান্য সকল উপজেলা থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। শোভাযাত্রার নেতাকর্মীদের দৃষ্টি কাড়ে ফুল এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে সজ্জিত একটি ঘোড়ার গাড়ি। এছাড়াও নেতাকর্মীদের সুশৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ শোভাযাত্রার সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়।

চাঁদপুর জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা‌টি শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে পুনরায় দলীয় কার্যাল‌য়ে গিয়ে শেষ হয়।

সেখানে সমাপনী বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য, সকল নেতাকর্মীসহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে সংক্ষিপ্ত পথ সভায় জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি অ্যাড. হেলাল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রা‌খেন, সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান লিটু, জাহাঙ্গীর হোসেন বেপারী, জাহিদুর রহমান জাহিদ, রহমত উল্লাহ বারী চৌধুরী, অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, জসিম উদ্দিন রাসেল, মো. মাঈনুদ্দিন আরিফ সুমন, শরিফ উল্লাহ সরকার, ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এসএম কাউছার উল আলম কামরুল, মাসুদুর রহমান পরান, সাংগঠ‌নিক সম্পাদক পিন্টু সাহা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবির নিবিড়, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হায়দার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুজন চন্দ্র দে, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন রতন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শরীফ হোসেন উজ্জল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত জুয়েল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইফতেকার আহমেদ মিসল, কৃষি বিষয়ক সম্পাদক সুজন ইসলাম, ধর্ম সম্পাদক মারুফ আনাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম খান ইবু, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান গাজী, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মবিন জনি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাকিল চৌধুরী, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম শাওন, সদস্যরা হলেন বিপুল মজুমদার জয়, আবু সায়েম, মো. রাইসুল শুভ্র, মো. জাকির হোসেন, মেজবা উদ্দিন সুমন, আসাদুজ্জামান সোহাগ গাজী, মো. মনির হোসেন, আকতার হোসেন, হুমায়ুন হাওলাদার, কার্ত্তিক চন্দ্র রায়, আল আমিন পাটোয়ারী, রুবেল হোসেন, ইফতেখার হারুন, আরিফ ব্যাপারি, মাহিন মজুমদার, মো. হোসেন বাতাস, ফয়সাল সিকদার, শুভাশিষ ঘোষ শ্রীগুরু প্রমুখ।

পথ সভায় সভাপ‌তি অ্যাড. হেলাল হোসাইনের তার বক্ত‌ব্যে ব‌লেন, প্রতি‌টি ঘ‌রে ঘ‌রে বর্তমান সরকা‌রের উন্নয়‌নের কথা পৌছ দি‌তে হ‌বে। কারন আগামী বছরই জ্তীয় নির্বাচন। বর্তমান সরকা‌রের উন্নয়নই আগামী সরকার গঠ‌নের গোড়ানপত্তন ক‌রেছে। তাই সকল নেতাকর্মী উন্নয়‌নের কথা জ‌নে জ‌নে বল‌বেন। আজ‌কে আমাদের জন‌্য একটি বি‌শেষ দিন শেখনহা‌মিনার সজীব ওয়‌জেদ;জ‌য়ের শুভ জন্ম‌দিন। আমরা জ‌য়ের জন‌্য দোয়া কামনা ক‌রি তি‌নি যেন তার মা‌য়ের ম‌তো দলকে নেতৃ‌ত্বে দি‌তে পা‌রেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৭ জুলাই ২০২২

Share