চাঁদপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে পৌর স্বেচ্ছাসেবক লীগের গণসচেতনতা ও মাস্ক বিতরণ করেছে। ২৫ জুলাই রোববার চাঁদপুর পৌর সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে শহরের বাস স্ট্যান্ড, কালী বাড়ি মোড়, পাল বাজার, নতুন বাজার মোড় সহ গুরুত্ব পূর্ণ স্থানে এই গণসচেতনতা চালায়।
এসময় তারা জনসাধারনকে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য পরামর্শ দেন, বিনা কারণে যেন থর থেকে রাস্তায় না আসেন সেজন্য অনুরোধ করেন। পাশাপাশি পথচারিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, যুগ্ম সম্পাদক আল আমিন সুমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল তালুকদার, বাদল গাজী, দপ্তর সম্পাদক তুহিন গাজী, ৩ নং ওয়ার্ড সভাপতি ইয়াসিন আহমেদ, ১০ নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মুন্না গাজী, ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাব্বির খান সহ অনান্য নেতা কর্মীরা।
প্রতিবেদক:আশিক বিন রহিম, ২৫ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur