Home / চাঁদপুর / চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
স্বেচ্ছাসেবক

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। ১৪ আগস্ট বুধবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয় সম্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চিত্রলেখা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী। তিনি বক্তব্যে বলেন, সাধারন ছাত্র জনতাকে যারা পাখির মতো গুলি করেছে। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ১৫ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল রাজপথ ছেড়ে যাবে না। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়েছে। ইনশাআল্লাহ শিঘ্রই তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, সামছুল আলম সূর্য, সামছুল আরেফিন, অলি আহমেদ প্রমুখ।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৪ আগস্ট ২০২৪