মতলব উত্তর

ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় আগামী শনিবার(১৯ নভেম্বর)ছেংগারচর পৌর পরিষদের উদ্যোগে নির্মিত মায়া বীর বিক্রম অডিটোরিয়ামের শুভ উদ্বোধন উপলক্ষে এবং আগামী ২৬ নভেম্বর ছেংগারচর পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে পৌর স্বেচ্ছাসেবকলীগের বৃহস্পতিবার(১৭ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভুলুর পরিচালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক মো. মোসলেম উদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন সরকার, পৌর স্বেচ্ছাসেবকলীগের ওয়ার্ডের সভাপতি মো. স্বপন মোল্লা, সাধারণ সম্পাদক মো. কাউছার আলম, ওয়ার্ডের সভাপতি শ্রী উত্তম, সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফারুক হোসেন, সভাপতি মো. আমান উল্যাহ, সভাপতি মো. আজমীর হোসেন, সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগকে তৃণমুল পর্যায়ে শক্তিশালী করে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি এবং স্বেচ্ছাসেবকলীগের প্রধান পৃষ্ঠপোষক কেন্ত্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরীর স্বপ্ন মতলব উত্তর উপজেলাকে মিনি সিঙ্গাপুর সিটিতে রুপান্তরিত করার পাশাপাশি বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার করা হয়।

আগামী ১৯ নভেম্বর মায়া বীর বিক্রম অডিটোরিয়াম উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভাকে সফল করার জন্য স্বেচ্ছাসেবকলীগ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে সভাকে সফল করার জন্য শোডাউন করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

মতলব উত্তর কারেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ১১ :১৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এইউ

Share