Home / জাতীয় / স্বীকৃতি হিসেবে পুরস্কার পাচ্ছেন ১০২ পুলিশ কর্মকর্তা
Police
প্রতীকী

স্বীকৃতি হিসেবে পুরস্কার পাচ্ছেন ১০২ পুলিশ কর্মকর্তা

এ বছর ১০২ জন পুলিশ কর্মকর্তা তাদের সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে পুরস্কার পাচ্ছেন। পুলিশ সদর দফতরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ২৬ জানুয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে এসব কর্মকর্তার হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক তুলে দেবেন।

এদের মধ্যে ১৯ জন পাচ্ছেন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)। সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৩ কর্মকর্তা পাচ্ছেন বিপিএম সেবা পদক। ৪০ জন পাচ্ছেন প্রেসিডন্ট পুলিশ পদক (পিপিএম) সেবা এবং ২০ জন প্রেসিডন্ট পদক (পিপিএম)।

এছাড়া পদক প্রাপ্তির তালিকায় আরও আছেন পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার, মিরপুর বিভাগের ডিসি মো. কাইয়ুমুজ্জামান, লালবাগের ডিসি মফিজ উদ্দিন, ট্রাফিক উত্তরের ডিসি প্রবীণ কুমার রায়, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান এবং গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

নিউজ ডেস্ক || আপডেট: ০১:৪৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৬, বুধবার

এমআরআর