শাহরাস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সামগ্রী বিতরণ

শাহরাস্তিতে ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্বাস্থ্য চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের(৪র্থ পর্যায়)আওতায় শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম।

নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (৪র্থ পর্যায় আওতায় এগারো লক্ষ পনের হাজার একশত সাত টাকা ব্যয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রকার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। জাইকার প্রতিনিধি মোঃ সফিউল্লাহর সঞ্চালনায়

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল , উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সহ- সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও গণমাধ্যমকর্মীবৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মো.জামাল হোসেন

Share