Home / চাঁদপুর / চাঁদপুরে বার্ড সংস্থার আয়োজনে আলোচনা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
স্বাস্থ্য

চাঁদপুরে বার্ড সংস্থার আয়োজনে আলোচনা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী এবং ১৫ আগস্টের সকল শহিদদের স্মরণে বাংলাদের ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (বার্ড) এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

২১ আগস্ট শনিবার সংস্থাটির পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থ্যদের মাঝে খাবার, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। দুপুর ১২টায় গাছের চারা রোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এরপর বার্ড সংস্থার কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্ড সংস্থার ট্রেজারার অ্যাড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটোয়ারি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, শাহমামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক কামাল হাজি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে সকল শহিদদের বিনম্র শ্রদ্ধা এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন, বার্ড সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মাকছুদ হাসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছেন। তিনি বাঙালী জাতির ভাগ্যের উন্নয়নের নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আকজের এই দিনে আমরা ১৫ আগস্টে নিহত স্বাধীরতার মহান স্থপতি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু একটি স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়নে যার যার অবস্থান থেকে দেশকে ভালোবেসে কাজ করি। দেশের প্রতি আমাদের দায়িত্ববোধ সঠিকভাবে পালন করি। জাতীয় শোক দিবস উপলক্ষ আজকে বার্ড সংস্থা যে আয়োজন করেছে তার জন্যে সংস্থাটির সকলকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিয়ার বাজার জামে মসজিদের খতিব।

এসময় বার্ড সংস্থার এরিয়া ম্যারাজার মো. তারেক হাসানসহ সকল শাখা ব্যবস্থাপকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২১ আগস্ট ২০২১