স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৮ কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৫ মার্চ) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণের আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। ফুলের বাগানে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপন করে এ কর্মসূচি পালন করেন হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা.আনয়ারুল আজিম,সহকারী পরিচালক ডা.মাহবুব আলম,সিনিয়র কনসালন্টেট ডা.সালেহ আহম্মদ, জেলা বিএম এর সাধারণ সম্পাদক ডা.মাহমুদুন নবী মাসুম,হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সুজাউদ্দৌলা রুবেল,সিনিয়র কনসালন্টেন্ট ডা.রফিকুল ইসলাম ফয়সাল,ডা.সিরাজুম মুনির, ডা.মো. সায়েম,ডা.হাসানুর রহমান, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক সফিউল আলমসহ হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় হাসপাতাল প্রাঙ্গণে থাকা ফুলের বাগানের পরিস্কার, পরিছন্নতা ও বিভিন্ন ফুল গাছের পরিচর্যা করা হয়।
প্রতিবেদক:কবির হোসেন মিজি
আপডেট,বাংলাদেশ সময় ৭:৩০ পিএম ২৫ মার্চ ২০১৮,রোববার
এজি