মতলব উত্তর

মতলবে স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টদের সাথে এমপি রুহুলের মতবিনিময়

চাঁদপুরের মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে আয়াজনে, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সকল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৮ ফেব্রযারি দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য খাত অনেক এগিয়েছে। স্বাস্থ্যসেবার শ্রেষ্ঠ যুগ পার হচ্ছে। শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় প্রধানান অতিথির বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে অবদানের জন্য জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পেয়েছেন। কারণ প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার ক্ষেত্রে খুবই আন্তরিক। যখনই কোনো বিষয় অনুমোদনের জন্য নিয়ে যাওয়া হয় তিনি অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্যখাতে যে সাফল্য অর্জন করেছে তা বিশ্বজুড়ে প্রসংশিত হয়েছে। চিকিৎসকদের প্রতি বিবেক, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল ।

তিনি আরো বলেন, প্রত্যেককে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। তবেই সততার সঙ্গে দায়িত্ব পালনের পথ সুগম হবে। রোগীরা চিকিৎসকদের কাছে অনেক আশা নিয়ে আসেন। আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা দান, সুন্দর আচরণ ও ব্যবহার এবং ভালোবাসা দিয়ে রোগীর মন জয় করতে হবে। সবাইকেই নিজ নিজ স্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেরে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মেহেদী হাসান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. মোঃ আল-আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেলথ সিস্টেম স্পেশালিষ্ট ইউএনএফপিএ ডাঃ দেওয়ান মোহাম্মদ এমদাদুল হক, চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ একেএম মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান বেপারী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ, তা, ম বোরহান উদ্দিন বক্তব্য রাখেন প্রথম আলো পত্রিকার মতলব প্রতিনিধি অধ্যাপক জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, ঢাকার শাহাবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জামে মনজিদ পেশ ইমাম মোঃ ফয়েজ আহম্মেদ। গীতা পাঠ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লের ইপিআই টেকনেশিয়ান ভাষান চন্দ্র কীর্তনীয়া।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বোরহানউদ্দিন ডালিম, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও আ’লীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, জেলা যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন গাজী, সসাংবাদিক গোলাম নবী খোকন। এসময় উপজেলা আ’লীগের সাংগঠনিক সসম্পাদক মোঃ গাজী ইলিয়াছুর রহমান, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ বোরহান উদ্দিন প্রধান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোসলেম খান, মোঃ আঃ মালেক খান,উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবুল ফরাজী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার মোঃ জামান সরকার, ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আল-আমিন সরকার, ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার শাহনূর বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম চৌধুরী,ছেংগারচর পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ খলিলুর রহমান, সুভাষ চন্দ্র সরকার, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মোঃ কামাল হোসেন,সাধারণ সম্পাদক অজিত কুমার দাসসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা,কর্মচারী ও মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা এসময় উপস্থিত ছিলেন।

কামাল হোসেন খান

Share