এমপি এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, ‘মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।করোনা ভাইরাসের মহামারীর আক্রমন থেকে সবাইকে রক্ষা করার জন্য সারা দেশে চিকিৎসকদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা আন্তরিক ভাবে কাজ করেছেন।বর্তমানেও তার ধারাবাহিকতা বজায় রেখে সকল পেশার মানুষকে মাস্ক ও টিকা নেয়ার জন্য উদ্বুদ্ধ করছেন।’
বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত কোভিড-১৯ প্রতিরোধী গণটিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগ বলেছেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃআসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার,গজরা ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি শহীদুল্লা মাষ্টার, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন ওপেল।
প্রতিবেদকঃ মাহফুজ মল্লিক,২৪ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur