বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায়ে চাঁদপুরের হাজীগঞ্জে নিয়জিত কর্মকর্তারা তাদের কর্ম বিরতি পালন করছে। ৬ অক্টোবর সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদের এ অবস্থান কর্মসৃচি পালন করতে দেখা যায়।
এসময় বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম বলেন, আমরা বিগত সরকারের আমল থেকে বর্তমান সময় পর্যন্ত ৬ দফা দাবি জানিয়ে আসছি। ১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্ম বিরতি পালন করছি।
বিএইচএএ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইউসুফ আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াছমিন, সদস্য জসিম উদ্দিন, ইনচার্জ নাছিমা আক্তারসহ সকল স্বাস্থ্য পরিবার বৃন্দ এ কর্ম বিরতি পালন করছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৬ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur