চাঁদপুর

স্বাস্থ্য সচেতনতায় চাঁদপুর জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস্ টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক ও সংগীতানুষ্ঠান সোমবার (১৬ মে) সকাল ১১ টায় সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন মতলব দক্ষিন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুর রহমান।

তিনি বলেন, স্বাস্থ্য বেঁচে থাকার জন্য এক মহামূল্যবান সম্পদ। সুস্বাস্থ্য অধিকারী ব্যক্তি জাতির কর্ম সংস্থানের বৃদ্ধি করে তোলে। যে সকল মায়েরা সুস্বাস্থ্যের অধিকারী তাদের সন্তান সুষ্ঠ ও বলিষ্ঠ হয়ে পৃথিবীতে আসতে পারে। এ সময় তিনি স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. নুরুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক দেবাশীষ রায়।

উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অনেক নারী, লক্ষ্মীপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আনোয়ারুল হক[/author]

: আপডেট বাংলাদেশ সময় ৯:০৫ পিএম, ১৬ মে ২০১৬, সোমবার
ডিএইচ

Share