বর্তমানে দেশের করোনা পরিস্থিতিতে সরকারি বিভিন্ন স্থাস্থ্যসেবা কেন্দ্রে চলছে স্বাস্থ্যসেবা সহ সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম। একই সাথে করোনা ভাইরাস থেকে মানুষকে মুক্ত রাখতে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা কার্যক্রম করে চলেছে আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
গত কয়েকদিন ধরে দেখা গেছে হাসপাতালের জরুরী বিভাগের সামনে স্বাস্থ্যসচেতনতা মূলক একটি টিভি স্থাপন করা হয়েছে। ওই টিভিতে প্রতিদিন করোনা ভাইরাস সংক্রমন থেকে সাধারণ মানুষ নিরাপদে থাকার জন্য এবং কিডনী ও হার্ট জনিত রোগের সচেতনতা মূলক বিভিন্ন ভিডিও চলতে দেখা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৩/৪ দিন পূর্বে জরুরী বিভাগের সামনে এটি স্থাপন করা হয়েছে। হাসপাতালে আগত রোগীরা টিভিতে সচেতনতা মূলক এসব ভিডিও দেখে কিছুটা হলেও সর্তক এবং সচেতন হচ্ছেন বলে মনে করছেন স্বাস্থ্যসেবা দান কারীরা।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,২৪ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur