মতলব উত্তর

স্বাস্থ্যসেবা দরিদ্রদের কাছে পৌঁছাতে হবে : যুগ্ম-সচিব নূরুল আলম

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম-সচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ নূরুল আলম বলেন,দ স্বাস্থ্যসেবা উন্নত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হবে। স্বাস্থ্যেই সুখের মূল। সরকার দরিদ্র ও অসহায় মানুষের কথা চিন্তা করে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার কমানোর লক্ষ্যে উপজেলা হাসপাতালগুলোতে ডেলিভারি নিশ্চিত করার জন্য ডিএসএফ প্রোগ্রাম চালু করছে। এ কর্মসুচির মাধ্যমে বিনা পয়সায় সিজার করানো হচ্ছে। এ উপজেলায় প্রসূতি বিভাগসহ মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য খাতে বাংলাদেশ অনেক পথ এগিয়েছে। এ জন্য প্রতিদিন মানুষকে সেবা দিতে হবে।’

উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে এ কর্মশালা আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম -সচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ নূরুল আলম এ কথা বলেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিয়নের আয়োজনে ও চাঁদপুরের মতলব উত্তরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোড়দারকরণ বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার (৮ মে) সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

সকাল থেকে একটানা দুপুর পর্যন্ত এ কর্মশালাটি ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়। মতলব উত্তর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, ‘জনগণ সচেতন হওয়ার পাশাপাশি মাতমৃত্যু ও শিশুমৃত্যুু রোধের কারণে মানুষের গড়আয়ু বেড়েছে। এক সপ্তাহ অনুষ্ঠান করে সেবা দিয়ে বাকি সময় ফাঁকি দিলে, অবহেলা করলে চলবে না। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক (হাসপাতাল,ইউনিয়ন স্বাস্থ্য ও প.প. কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করতে হবে। বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের হার কমাতে হবে।’

কর্মশালায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্য সেবা বিষয়ে অত্যন্ত সচেতন। বিশেষ করে মায়েদের স্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবা, প্রসূতি মায়েদের সেবা, শিশুদের স্বাস্থ্য সেবা, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু রোধের বিষয়ে খুবই সচেতন। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এবং কমিউনিটি ক্লিনিক এ জন্যই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদেশে চালু করেছেন।’

আমি আশা করবো আজকের এ কর্মশালা এবং স্বতঃস্ফূর্ত আয়োজনের মধ্য দিয়ে অবশ্যই মাইলফলক উদ্দেশ্য অর্জিত হবে। আমি আয়োজক,অতিথি, অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই এবং কর্মশালার সফলতা কামনা করছি। সকল কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন।

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, চাঁদপুর জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা.মো.শফিকুল ইসলাম,জেলা বিএমএ’র সভাপতি ডা.এমএন হুদা,মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.শংকর কুমার সাহা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক চাঁদপুর পরিবার পরিকল্পনা ডা.মো. ইলিয়াছ।স্বাভাবিক প্রসব বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন এমসিএইচ সার্ভিসেস প্রোগ্রাম ম্যানেজার ডা.ফাহমিদা সুলতানা।

এ কর্মশালায় আমন্ত্রিত অতিথি ছাড়াও উপজেলার বিভিন্ন ইউপি মেম্বার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য সেবার মাঠকর্মী, স্বাস্থ্য সেবিকা, স্বাস্থ্য সহকারী,পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও মাঠকর্মীগণ অংশগ্রহণ করেন।

উক্ত কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে সার্বিক বিষয় তুলে ধরেন পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের উপ-পরিচালক ডা.ফাহমিদা সুলতানা ।
প্রতিদেবদ : খান মোহাম্মদ কামাল
আপডেট, বাংলাদেশ সময় ৮:১০ পিএম, ৮ মে ২০১৮, মঙ্গলবার
এজি

Share