উপজেলা সংবাদ

স্বাস্থ্যমন্ত্রী নাসিম ১১ আগস্ট ফরিদগঞ্জে আসছেন

‎Monday, ‎August ‎03, ‎2015 01:30:06 AM

চাঁদপুর টাইমস ডেস্ক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মো. নাসিম আগামী ১১ আগস্ট চাঁদপুরের ফরিদগঞ্জে আসছেন।

এ নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের একাধিক প্রস্তুতি সভা হয়েছে।

১ আগস্ট শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাংসদ ড. শামছুল হক ভূইয়া

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোঃ নাসিমের আগমনকে সফল ও সার্থক করার লক্ষে সর্বশেষ ১ আগস্ট শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

এর আগে স্থানীয় বিআরডিবি কার্যালয়ে আওয়ামী লীগ, ফরিদগঞ্জ উপজেলা শাখার এক সভায় সহ-সভাপতি রফিকুল আমিন আগামী ১১ আগস্ট স্বাস্থমন্ত্রীর আগমনের তথ্য জানান।

চাঁদপুর টাইমস ডিএইচ/এমআরআর/২০১৫।

‘চাঁদপুর টাইমস’ – প্রকাশিত/প্রচারিত সংবাদআলোকচিত্রভিডিওচিত্রঅডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।

Share