সরকার ঘোষিত চলমান লকডাইনের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার শর্তে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেয় সরকার। আর তা তদারকি করতে মাঠে নামে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন।
এ সময় মাস্ক না পরার অপরাধে ক্রেতা বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অর্থে জরিমানা করা হয়।
৫ মে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
হাজীগঞ্জ বাজারের বিভিন্ন শপিং মল, মার্কেট, দোকান ও পথচারিদের মাঝে পরিচালিত হয় ভ্রম্যমাণ আদালত। এ সময় অনেক ক্রেতা বিক্রেতা কে মাস্ক ছাড়া ক্রয় বিক্রয় করতে দেখা যায়। এদের সবাইকে এ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে ১৬ টি মামলায় সর্বমোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসআই মো.হারুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স এবং উপজেলার সিএ ফয়সাল মুন্সি।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন- করোনা মহামারি সংক্রমন রোধে সরকারী নির্দেশ বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়,৫ মে ২০২১