হাজীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১৬ মামলায় অর্থদণ্ড

সরকার ঘোষিত চলমান লকডাইনের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার শর্তে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেয় সরকার। আর তা তদারকি করতে মাঠে নামে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন।

এ সময় মাস্ক না পরার অপরাধে ক্রেতা বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অর্থে জরিমানা করা হয়।

৫ মে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

হাজীগঞ্জ বাজারের বিভিন্ন শপিং মল, মার্কেট, দোকান ও পথচারিদের মাঝে পরিচালিত হয় ভ্রম্যমাণ আদালত। এ সময় অনেক ক্রেতা বিক্রেতা কে মাস্ক ছাড়া ক্রয় বিক্রয় করতে দেখা যায়। এদের সবাইকে এ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে ১৬ টি মামলায় সর্বমোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসআই মো.হারুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স এবং উপজেলার সিএ ফয়সাল মুন্সি।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন- করোনা মহামারি সংক্রমন রোধে সরকারী নির্দেশ বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়,৫ মে ২০২১

Share