Home / চাঁদপুর / সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন: জেলা প্রশাসক
স্বাস্থ্যবিধি

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন: জেলা প্রশাসক

চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয় ও সামাজিক সংগঠন আপন’র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি সোমবার দুপুরে শহরের বড়স্টেশন মাদ্রাসা রোড়স্থ বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, ‘কোন বাবা-মা চায় না তার সন্তান পিছিয়ে পড়ুক। সব বাবা-মা’ই চায় তার সন্তান সামনে এগিয়ে যাক। আপনার সন্তানের এগিয়ে যাবার সবচেয়ে বড় সোপান হলো শিক্ষার আলো। বর্তমান সরকার দেশের প্রত্যেকটা নাগরিককের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। এখন আপনার সন্তান যেন শিক্ষার আলো পায় এবং সে যেন সুশিক্ষায় শিক্ষিত হয় এ দায়িত্ব আপনাদের। বাবা মায়ের দায়িত্ব হলো তার সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তোলা।’

তিনি আরো বলেন, ‘চাঁদপুর পৌর এলাকার মধ্যে রেলওয়ে স্টেশন এলাকাটি কিছুটা অবহেলিত। এখানকার ভাগ্যাহত শিশুরা অন্যদের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। তাই এখানে শিশু কল্যাণ ট্রাস্টের যে বিদ্যালয় করা হয়েছে তা যথাযথ হয়েছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যা যা করণীয় আমরা করতে প্রস্তুত রয়েছি। আপনারা যে কোন প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা চাইবেন।’

জেলা প্রশাসক বলেন, করোনার পরিস্থিতি কিছুটা অবনতির দিকে যাচ্ছে। তবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবার মতো পরিস্থিতি হয়নি। আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ভ্যাকসিন গ্রহণ করি তবে আমাদেরকে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ভ্যাকসিন গ্রহণ করবেন।

সহকারি জেলা প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, সামাজিক সংগঠন আপন’র প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার, উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শাহআলম মল্লিক, এলাকাবাসী হানিফ চোকদার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন শান্ত।

এসময় উপস্থিত ছিলেন, উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সিদ্দিকী, সামাজিক সংগঠন আপন’র উপদেষ্টা রোটারিয়ান ডাক্তাক মাসুদ হাসান, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ, সামাজিক সংগঠন আপন’র সাধারণ সম্পাদক আশিক বিন রহিমসহ চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয়ের সকল শিক্ষক-অভিভাবক ও সামাজিক সংগঠন আপন’র সকল সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজনের চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয় ও সামাজিক সংগঠন আপন’র পক্ষ থেকে প্রায় দেশ শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা।

স্টাফ করেসপন্ডেট, ১০জানুয়ারি ২০২২