ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে লকডাউনের ১১তম দিনে স্বাস্থ্য বিধি না মানা, নিষিদ্ধ ভাবে দোকান খোলা রাখায় অপরাধে ও অপ্রয়োজনে ভ্রমণ করা এবং ঘুরা-ফেরা করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।

২আগষ্ট সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার উপজেলার ফরিদগঞ্জ বাজার, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, চরকুমিরা চৌরাস্তা, নোয়া বাড়ির দোকান সংলগ্ন (চরকুমিরা-চরমথুরা), নয়াহাট বাজার, আইলা রাস্তা (হাঁসা), গোয়ালভাওর বাজার, ভাটিয়ালপুর চৌরাস্তায় মাস্ক না ব্যবহার করায়, স্বাস্থ্যবিধি না মানারয়, নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে ও অপ্রয়োজনে ঘুরা-ফেরা করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫টি মামলায় ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ফরিদগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২ আগস্ট ২০২১

Share