ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৭ জনকে জরিমানা

ফরিদগঞ্জে লকডাউনের ৬ষ্ঠ দিনে স্বাস্থ্য বিধি না মানা, নিষিদ্ধ ভাবে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।

২৮ জুলাই বুধবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিষ্টেট শারমিন আক্তার উপজেলার ফরিদগঞ্জ বাজার, ওয়াপদা অফিস সংলগ্ন, প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, ওনুআ স্মৃতি স্তম্ভ সংলগ্ন ও আল মদিনা হাসপাতাল সংলগ্নে মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্যবিধি না মানা ও নিষিদ্ধ দোকান-পাট খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭ টি মামলায় ৭ হাজার ৪ ’শ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ২৮ জুলাই ২০২১

Share