চলমান মহামারী করোনায় কোরবানির ঈদকে সামনে রেখে কচুয়ায় গরুর হাট গুলোতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন যৌথ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন।
১৯ জুলাই সোমবার দুপুরে উপজেলার কচুয়ার গুলবাহার ও দারাশাহী তুলপাই বাজারে গরুর হাটে উপজেলা প্রসাশন যৌথ অভিযান পরিচালনা করেন এবং দুটি বাজারে স্বাস্থ্যবিধি না মানায় বাজার ইজারাদারের ২ হাজার টাকার জরিমানা করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দীন হাটের ইজারাদারদের স্বাস্থ্য বিধি মেনে কোরবানির পশু বিক্রির জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়। হাটের প্রবেশ পথে সাবান ও হাত ধোয়ার ব্যবস্থা রাখার পাশাপাশি ক্রেতা ও বিক্রেতার মাস্ক পরিধান নিশ্চিত এবং সামাজিক দূরত্ব বজায় রেখে গরু, ছাগল এবং অনান্য পশু ক্রয়- বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়েছে। মাস্ক ব্যতীত কাউকে পাওয়া গেলে ইজারাদারের বিরুদ্ধে মোবাইল কোর্টের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur