ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় লকডাউনের ১৩তম দিনেও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
১৩ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ও সেনাবাহীনীর যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় সদরস্থ ফরিদগঞ্জ বাজারে, বাস স্ট্যান্ডসহ আসপাসে অভিযান চালিয়ে মাস্ক না ব্যবহার করায়, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ও নিষিদ্ধ দোকান খোলা রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারী নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে।
প্রতিবেদকঃশিমুল হাছান, ১৩ জুলাই ২০২১