Home / আন্তর্জাতিক / স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে ওমরাহ পালন করবে বিদেশীরা
hajj
ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে ওমরাহ পালন করবে বিদেশীরা

স্বাস্থ্যবিধি ও কঠোর নীতিমালা অনুসরণ করে আজ থেকে ওমরায় অংশগ্রহণের সুযোগ পাবে বিদশীরা। ওমরাহ চালুর তৃতীয় ধাপে সৌদি আরবের বাইরের নাগরিকরাও ওমরাহ পালনের সুযোগ পাবে।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, প্রতিদিন ২০ হাজার লোক ওমরাহ পালন করতে পারবে এবং ৬০ হাজার লোক নামাজ আদায়ে সুযোগ পাবে।

ওমরাহ পালনকারীদের খাবার, হোটেল, বিমান টিকিট ও যাবতীয় প্রয়োজন পূরণ করতে সৌদির পাঁচ শয়ের বেশি ওমরাহ কোম্পানি কাজ করছে বলে জানা যায়।

মসজিদুল হারাম ও মসজিদ নববি পরিচালনা পরিষদের মুখপাত্র হানি হায়দার জানান, জেনারেল প্রেসিডেন্সি বিভাগ তৃতীয় ধাপে ওমরাহযাত্রী ও মুসল্লিদের অংশগ্রহণের জন্য স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিদেশীদের ওমরাহ পালনের বেশ কিছু নির্দেশনা প্রকাশ করে সৌদি সরকার। বিশেষ নির্দেশনাগুলো হলো :

এক. ওমরাহ পালনে মক্কায় যাওয়ার আগে কোনো নিবন্ধিত ওমরাহ কোম্পানি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরার আবেদন সম্পন্ন করতে হবে।

দুই. করোনাকালে ওমরাহ পালনের জন্য কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সের লোক ওমরাহ পালনের সুযোগ পাবে।

তিন. ওমরাহ যাত্রীদের পিসিআর পরীক্ষায় সম্পন্ন করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে। নিজ দেশের নির্ভরযোগ্য কোনো ল্যাব থেকে দেশ ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে হবে।

চার. সৌদি আরব পৌঁছে সব ওমরাহযাত্রীকে হোটেলে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

পাঁচ. ওমরাহ পালনকারীর পাসপোর্টের সব তথ্যের সত্যতার বিষয়ে সংশ্লিষ্ট ওমরাহ কোম্পানিকে দায়ভার গ্রহণ করতে হবে। ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও আবাসনের তথ্যসহ সব তথ্য সৌদিতে পৌঁছার ২৪ ঘণ্টা আগে প্রদান করতে হবে।

দীর্ঘ সাত মাস পর গত ৪ অক্টোবর থেকে সীমিত পরিসরে চার ধাপে ওমরাহ চালুর ঘোষণা দেওয়া হয়। এ সময় কেবল সৌদিতে অবস্থানরত স্থানীয় নাগরিক ও প্রবাসীরা অংশগ্রহণের সুযোগ পায়।

সূত্র : আল আরাবিয়া