স্বাস্থ্যবিধি চর্চায় উদ্বুদ্ধ করতে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

চাঁদপুর সদর উপজেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস।

তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে সচেষ্ট। তবে শিক্ষা শুধু পুস্তকগত নয়, স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং মানবিকতাও শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা একটি সংবেদনশীল বিষয় হলেও এটিকে লুকিয়ে রাখার নয়। আমাদের উচিত পরিবারে ও স্কুলে এই বিষয়ে খোলামেলা আলোচনা করা।”

তিনি আরও বলেন, “নিরাপদ ন্যাপকিন ব্যবহার না করায় অনেক সময় মেয়েরা নানা শারীরিক জটিলতায় পড়ে। অনেকেই এই সময়টিতে স্কুলে আসতে সংকোচ বোধ করে। তাই আমরা স্কুলে স্বাস্থ্যসম্মত টয়লেট, ওয়াশ ব্লক ও নিরাপদ পানি নিশ্চিত করার পাশাপাশি এসব স্বাস্থ্য উপকরণ পৌঁছে দিচ্ছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শুধু ভালো রেজাল্ট নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। তাদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের গুণাবলি গড়ে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থার লক্ষ্যই হচ্ছে – একজন শিক্ষার্থী যেন সমাজের কল্যাণে কাজ করতে পারে।”

তিনি বলেন, “একজন মেয়ে যখন প্রথম ঋতুবতী হয়, সেটি লজ্জার কিছু নয়, বরং তার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এটি সঠিকভাবে মোকাবিলা করতে হলে আমাদের মানসিকতা বদলাতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এ কে মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী, এলজিইডি, সৈয়দা ইরশাদ ফেরদৌসী, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ, হাবিবুর রশিদ চৌধুরী।

আরও বক্তব্য রাখেন সফরমালী উচ্চ বিদ্যালয়ের, প্রধান শিক্ষক- আবুল কাশেম, রাজরাজেশ্বর দাখিল মাদ্রাসা এর শিক্ষক প্রতিনিধি এ কে এম শহীদুল্লাহ্, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ এর সহকারী শিক্ষিকা- সাদিয়া আফরিন।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র স্টাফ রিপোর্টার/ ৩১ জুলাই ২০২৫