স্বাস্থ্যবিধি ও ফরমালিন সম্পর্কে সনাকের স্টাডি সার্কেল

সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে ইয়ূথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের অংশগ্রহণে সোমবার (২০ জুন) বিকেলে সনাক কার্যালয়ে ইয়েস সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্বাস্থ্যবিধি ও ফরমালিন’ বিষয়ের উপর স্টাডি সার্কেল অনুষ্ঠিত হয়।

পস্থিত ছিলেন সনাক সদস্য ও স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ এ.কিউ রুহুল আমিন ও ইয়েস উপ-কমিটির আহ্বায়ক ডাঃ পীযূষ কান্তি বড়–য়া।

টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. আমিনুল ইসলামের উপস্থাপনায় বক্তারা বলেন, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থসম্মত ও ফরমালিনমুক্ত খাবার ব্যাতিত সুস্বাস্থ্য কখনোই সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি খাবারের সাথে ফরমালিন মেশানো হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। ফরমালিন যুক্ত খাবার খাওয়ার ফলে আমাদের স্বাস্থ্য বিকাশের সুযোগ হচ্ছে না।’

অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়েস দলনেতা মোঃ তারেক আজিজ পাটওয়ারী, সহ-দলনেতা মাহমুদা আক্তার নীপা, সদস্য মোঃ আবু সালেহ, মোঃ সফিউল্লাহ, মো. শাহ আজিজ পাটওয়ারী, জয় ঘোষ, মো. সজিব হোসাইন বিজয়, রতœা আক্তার, আবদুল্লাহ আল নোমান, শান্ত সুত্রধর, তানজিলা আক্তার তামান্না, মোঃ মেহেদী হাছান, রিমা আক্তার, মো. ইমরান হোসেন ও ইয়েস ফ্রেন্ডস সদস্য মো. শরীফুল ইসলাম প্রমুখ।

]প্রতিবেদক- শরীফুল ইসলাম

Share