Home / চাঁদপুর / ১৭ দিন পর চালু : স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চাঁদপুর লঞ্চঘাটে উপচে পড়া ভিড়
স্বাস্থ্যবিধি উপেক্ষা

১৭ দিন পর চালু : স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চাঁদপুর লঞ্চঘাটে উপচে পড়া ভিড়

১৭ দিন পর অন্যান্য গণপরিবহনের সাথে নৌপথে চালু হলো যাত্রীবাহী লঞ্চ চলাচল। ১৫ জুলাই বৃহস্পতিবার ভোর থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে চাঁদপুর লঞ্চঘাটে।

বন্দর ও বিআইডাব্লিউটিএ স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের আয়োজন করলেও যাত্রীদের চাপে তা ব্যর্থ হচ্ছে। এসময় যাত্রীরা টার্মিনালে নিয়োজিত বন্দর কর্তৃপক্ষ ও লঞ্চ কর্মচারীদের সঙ্গে মারমুখী আচরণও করে। ফলে একপ্রকার বাধ্য হয়েই নির্ধারিত সময়ের বেশ আগেই যাত্রীবাহী লঞ্চগুলোকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ছাড়তে বাধ্য করে কর্তৃপক্ষ।

এদিকে, হুড়োহুড়ি করে লঞ্চে যাতায়াত করা নিয়ে নানা অজুহাত তুলে ধরেন যাত্রীরা। অনেকেই বলেন, দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এখন জীবিকার জন্য কর্মস্থলে যেতে হচ্ছে। আবার কেউ কেউ চিকিৎসার জন্যও ঢাকায় যাওয়ার কথা জানান।

বিআইডাব্লিউটিএ’র উপপরিচালক ও বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, ‘সবকিছু সামাল দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের লঞ্চে তোলার চেষ্টা করা হচ্ছে।’ মধ্যে রাত থেকে চাঁদপুর থেকে সকল রুটে চলাচল শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যেনো সকল যাত্রীবাহী লঞ্চ ঘাট ছাড়ে, তার জন্য আমি ঘাটে সর্বদা মনিটরিং করছি।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

স্টাফ করেসপন্ডেন্ট, ১৫ জুলাই ২০২১