হরি ওঁ কীর্তণ, শোভযাত্রা, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সংগীত পরিবেশনের শধ্যদিয়ে অখন্ডমণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পূর্ণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে দুদিনব্যাপী শবব জন্মোৎসব সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন ও চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অর টাষ্ট্রের সার্বিক ব্যবস্থাপনায় জন্মোৎসবের কার্যক্রম সম্মন্ন হয়। ৩০ ডিসেম্বর সোমবার অধিবাসের মধ্যদিয়ে উৎসবের প্রথমদিনের শুভসূচনা ঘটে।
ভোর ৫ টায় প্রেম ধ্বনী, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি সহকারে আশ্রম অঙ্গনে আরতি কীর্তন ও অঞ্জলি প্রদান করা হয় । ভোর ৬ টায় হরি ওঁ কীর্তন সহ নগর পরিক্রমা বের করা হয়।
পুরান বাজার পূর্ব শিকারী দাসপাড়া হতে নগর পরিক্রমা বের করে হরিসভা মন্দির হয়ে শ্রীরামদী অখন্ড মন্ডলীতে প্রত্যাবর্তন করে। বেলা ১২ টায় প্রেম ধ্বনী, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি সহকারে শ্রীবিগ্রহ ও শ্রী শ্রী বাবামনির পূর্ণ প্রতিচ্ছবি স্থাপন করা হয় । বিকেল ৫ টায় শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সমবেত উপাসনায় মন্ত্র বাণীর উপর শিশু-কিশু।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩১ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur