স্বামী-স্ত্রী মিলন সম্পর্কে যে ১১টি বাস্তব সত্য অনেকেই জানে না হতে পারে বেশ কয়েক বছর ধরে যৌনজীবনটাকে উপভোগ করছেন আপনি। কিন্তু যৌনতা সম্পর্কে বেশ কয়েকটি সত্য তথ্য সম্পর্কে হয়তো ধারণাই নেই আপনার।
এখানে জেনে নিন, সেক্স বিষয় সম্পর্কে ১১টি বাস্তব সত্য। মানুষের নানা ভুল ধারণা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এসব তথ্য তুলে ধরেন।
১. যৌনতায় লিঙ্গের আকার কোনো বিষয় নয়। এটা এক ধরনের কাজ। দক্ষতার ওপর ভর করে উপভোগ্য হয়ে ওঠে যৌনতা।
২. দুটো কনডম একসঙ্গে ব্যবহার করা মানেই বেশি নিরাপত্তা নয়।
৩. প্রথমবার সেক্স করার সময় যদি কোনো গান বাজিয়ে পরিবেশটাকে রোমান্টিক করার চেষ্টা করেন, তবে ওই গানটি আজীবন আপনাকে তাড়া করে ফিরবে। এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতেও উচিত নয়।
৪. নিয়মিত ধূমপান পুরুষের যৌনাঙ্গের আকার গড়ে এক সেন্টিমিটার পর্যন্ত কমিয়ে দিতে পারে।
৫. যৌনকর্মের পর নারীর দেহে পুরুষের শুক্রাণু টানা ৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারে।
৬. সেক্স না করা হলে ধীরে ধীরে পুরুষের যৌনাঙ্গের আকার কমিয়ে দেয়।
৭. নারী ত্বকে যে বলিরেখা পড়ে, পুরুষের বীর্যে বেই বলিরেখা দূরীকরণের উপাদান রয়েছে।
৮. বীর্যে জিঙ্ক ও ক্যালসিয়ামও রয়েছে যা দাঁতের ক্ষয় রোধ করে।
৯. যৌনতার সময় নারীর চিৎকার বা কান্নাকাটির অর্থ এই নয় যে তিনি তা উপভোগ করছেন না।
১০. যোনিপথের ‘জি স্পট’ নিয়ে বহু বিতর্ক থাকলেও এটা কোনো ভুল ধারণা নয়। আগ্রহী থাকলে একে পেয়ে যেতে পারেন।
১১. যৌনতার সময়ে নারীর দেহ বার বার সঙ্কুচিত করা হলে দেখা গেছে, ৫১ শতাংশ নারী অর্গাজমের অনুভূতি পেয়েছেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur