মতলব দক্ষিণ

স্বামী-স্ত্রীকে ‘হত্যাচেষ্টা’ ঘটনার প্রধান আসামী আটক

মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামে স্বামী-স্ত্রীকে হত্যা চেষ্টার ঘটনার প্রধান আসামীকে শনিবার (১ জুলাই) রাতে আটক করেছে পুলিশ।

আটককৃত উপজেলার উত্তর দিঘলদী গ্রামের মৃত রহিম আলী মিজির ছেলে মো. আলী আজুম মিজি (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তপন চন্দ্র দাস গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে প্রধান আসামীকে আটক করে।

প্রসঙ্গত, গত ৯ মে রাত আনুমানিক সাড়ে ১২ টায় উত্তর দিঘলদী গ্রামের মো.
দেলোয়ার হোসেনের স্ত্রী সালেহা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে। বাড়ির অঙিনায় থাকা কতিপয় দুস্কৃতকারী অস্ত্রসস্ত্র নিয়ে ঘরের ভিতরে ডুকে স্বামী-স্ত্রীকে (দেলোয়ার ও সালেহা) এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে মৃত্যু হয়েছে ভেবে দুস্কৃতকারীরা পালিয়ে যায়।

পরে তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে মতলব ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত দেলোয়ার হোসেন প্রধানের ছেলে সেলিম প্রধান বাদী হয়ে মো. আলী আজুম মিজিকে প্রধান আসামী ও ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-৬, ২৪-০৬-১৭ইং।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট,বাংলাদেশ সময় ১২ : ১৩ এএম, ৩ জুলাই ২০১৭, সোমবার
এইউ

Share