স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উৎসব পালিত

চাঁদপুরে ধর্মীর নানা আয়োজন এবং যথাযথ মর্যাদায় স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারি শনিবার চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

“স্বামী বিবেকানন্দ ও জাগরণকাল” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর‌ রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর উমেশ চন্দ্র লোহ। আলোচ্য বিষয়ের উপর আলোচনা করেন, চাঁদপুর মেরিন একাডেমির ইনস্ট্রাক্টর প্রকৌশলী শ্রীসৌরদীপ খাস্তগীর।

চাঁদপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মনন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের কার্যকরী সদস্য সুজিত চক্রবর্তী।

আলোচনা সভায় স্বামী বিবেকানন্দের জীবন, দর্শন ও সমাজ জাগরণে তাঁর অবদান তুলে ধরা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ, মানবিক দর্শন ও চিন্তাধারা আজও সমাজ জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর জীবন ও কর্ম থেকে তরুণ সমাজকে নৈতিকতা, আত্মবিশ্বাস ও মানবসেবার শিক্ষা গ্রহণ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সবার শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১০ জানুয়ারি ২০২৬