গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গোপালপুর গ্রামে সোমবার (১১ জুলাই) সকালে স্বামীর সামনেই স্ত্রীর পায়ের রগ কেটে দিয়েছে নাহিদ নামে এক ‘ব্যর্থ প্রেমিক’। নাহিদ গোপালপুর গ্রামের খালেক হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, ক’বছর আগে নাহিদ দশম শ্রেণিতে পড়ার সময় একই শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের এই প্রস্তাবে ওই ছাত্রী সাড়া না দেয়ায় নাহিদ ক্ষিপ্ত হয়। গত ৩ বছর আগে ওই ছাত্রীর অন্যত্র বিয়ে হয়ে যায়। সোমবার সকালে ওই ছাত্রী নাহিদের বাড়ির পাশ দিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় নাহিদ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রীর বাম পায়ের রগ কেটে দেয়।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. অরুপ রতন জানান, ওই ছাত্রীর বাম পায়ের রগটি সম্পূর্ণ কেটে গেছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ফারুক জানান, ‘এ ঘটনায় ওই ছাত্রীর স্বামী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। নাহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৪:৫০ পিএম, ১১ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur