Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে অভিমানী গৃহবধূর বিষপান
suicide Bodhu
প্রতীকী ফাইল ছবি।

মতলবে অভিমানী গৃহবধূর বিষপান

স্বামীর জন্য মায়ের ওপর অভিমান করে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় রেশমা নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। রেশমা নাদগা গ্রামের ফকির বাড়ির প্রবাসী হাশেম ফকিরের মেয়ে।

রেশমের পরিবারের সদস্যরা জানায়, বছরখানেক আগে একই বাড়ির মোস্তফা ফকিরের ছেলে মাসুদ রানার সাথে রেশমার প্রেম করে বিয়ে হয়। মাসুদ কাঠমিস্ত্রির কাজ করতো। সে বেশি উপার্জনের জন্য ঢাকায় গিয়ে ব্যবসা করবে বলে শাশুড়ি শাহিদা বেগমের কাছে কিছু টাকা চায়।

কিন্তু রেশমার মা ক্ষিপ্ত হয়ে কোনো টাকা দিবেন না বলে জামাইকে জানিয়ে দেন। প্রয়োজনে তার মেয়েকেও তার সাথে যেতে দিবেন না বলে হুমকি দেন। এমনকি রেশমাকে অন্যত্র বিয়ে দেবেন বলেও জানান।

এ নিয়ে রেশমার সাথে তার মায়ের ঝগড়া হয়। রেশমা বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে পরিবারের সবার অগোচরে কীটনাশক পান করে।

পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রেশমাকে শুক্রবার দুপুরের দিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র : বাংলামেইল

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক ||আপডেট: ০৬:৫৫ অপরাহ্ন, ১২ মার্চ ২০১৬, শনিবার

এমআরআর