শাহরাস্তির নাওড়ায় খুন হওয়া স্বামীর কবরের পাশেই সমাহিত করা হল স্ত্রী কামরুন নাহারকে। ৪ জুলাই রোববার সন্ধ্যায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
গত শনিবার ৩ জুলাই বিকেল অনুমান সাড়ে ৫ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সেখানে ময়না তদন্ত শেষে রোববার বিকেলে তাঁকে গ্রামের বাড়িতে আনা হয়।
আরও পড়ুন… শাহরাস্তিতে সাবেক সরকারি কর্মকর্তার পর এবার স্ত্রীর মৃত্যু
১ জুলাই বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি মডেল থানা পুলিশ নিজ বাসভবন হতে আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে। ওই সময় বাসার ছাদ হতে উদ্ধার করা হয় স্বামী মোঃ নুরুল আমিনকে (৭০)। তাঁরা উভয়েই সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহত দম্পতির পুত্র মোঃ জাকারিয়া বাবু বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে। এই মুহুর্তে মামলার তদন্তের স্বার্থে কিছুই প্রকাশ করা যাচ্ছে না।
প্রতিবেদক:জামাল হোসেন,৪ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur