বরিশালের আগৈলঝাড়ায় স্বামীকে ফাঁসাতে গর্ভের ৫ মাসের ভ্রুণ হত্যা করে অন্যের ফ্রিজে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি।
জানা গেছে, উপজেলার বেলুহার গ্রামের সিরাজ ভূইয়ার মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে গৌরনদী উপজেলার বিল্বগ্রামের ছত্তার ঘরামীর ছেলে জামাল ঘরামীর সঙ্গে ৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের দেড় বছর পর তাদের শারীরিক প্রতিবন্ধী সন্তান জন্ম হয়। জন্মের কিছুদিন পরে ওই সন্তান মারা যায়।
এর ৬ মাস পরে পারিবারিক অশান্তির কারণে বাবার বাড়ি চলে যান সুমাইয়া। তিনি সেখানে বসবাস করছেন। কয়েক মাস আগে আবার গর্ভবতী হন সুমাইয়া। এরপর তিনি ভ্রুণ নষ্ট করেন। কৌটার মধ্যে সেই ভ্রুণ ১৫-২০ দিন আগে পাশের বাড়ির আব্দুর রশিদ ভূইয়ার ফ্রিজে রাখা হয়।
সুমাইয়া বলেন, আমার স্বামী ভরণ-পোষণ না দেওয়ায় আমি গর্ভের সন্তান নষ্ট করি। এরপর ওই ভ্রুণটিকে আদালতে হাজির করার উদ্দেশে পাশের বাড়ির ফ্রিজে রাখি।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহার ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur