তিন তালাক নিয়ে যখন ভারতজুরে বির্তক চলছে তখন সকলকে অবাক করে দিয়ে স্বামীকে তিন তালাক দিল এক মুসলিম কিশোরী।
পড়াশোনা করতে না দেওয়াযর জন্যেই এমন পদক্ষেপ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে ১৬ বছরের এই কিশোরী।
অনেক কিশোরীর এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন। এমনকী নোবেলজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গেও তুলনা করছেন তার। আবের কিছু মানুষ এর তীব্র প্রতিবাদ করে জানিয়েছে মুসলিম সমাজে তিন তালাক দেওয়ার অধিকার কেবল পুরুষদের আছে।
২০১৫ সালে পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য হয় মল্লিকপুর মন্দিরবাজারের বাসিন্দা মাম্পি। বিয়ের আগে প্রতিশ্রুতি দিলেও পরে তাকে পড়াশোনা করতে দিতে রাজি হয়নি মাম্পির শ্বশুরবাড়ির সদস্যরা।
শ্বশুরবাড়ির আপত্তি উপেক্ষা করে স্কুলে গিয়ে মাধ্যমিক পাস করে মাম্পি। কিন্তু একাদশ শ্রেণিতে তাকে ভর্তি করতে না চাইলে বাপের বাড়ি ফিরে যায় সে।
সেখানেই একটি স্থানীয় স্কুলে ভর্তি হয়। শ্বশুরবাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য জোর করলে মাম্পি তার স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়।
মাম্পির মা তাকে এই বিষয়ে সমর্থন করেছেন। তিনি জানিয়েছেন, ‘মেয়েকে জোর করে বিয়ে দিয়ে ভুল করেছি। ও এখানে থেকে যতদূর ইচ্ছে পড়াশোনা করুক।’( ইন্টারনেট)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৫ : ৪০ পিএম, ১৭ জুন ২০১৭, শনিবার
এইউ