স্বামীকে আটকে রেখে বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক শিক্ষিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বরগুনার বেতাগীতে এ ঘটনা ঘটে।
পরে ছয়জনকে আসামি করে রাত সাড়ে ১১টার দিকে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা।
শুক্রবার (১৮ অঅগস্ট)সকাল ১০টার দিকে ভুক্তভোগী ওই শিক্ষাকাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক।
মামলায় অভিযুক্তরা হলেন,বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের ৬ জন ।
মামলা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (১৭ আগস্স্কুট )বিকালে ছুটির পর বেতাগী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষিকা ও তার স্বামী বিদ্যালয়ে বসে কথা বলছিলেন। এ সময় অভিযুক্তরা ভেতরে ঢুকে তার স্বামীকে এলোপাথারী মারধর করে স্কুলের একটি কক্ষে আটকে রেখে অপর একটি কক্ষে ওই শিক্ষিকাকে পালাক্রমে ধর্ষণ করে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মামুন-অর-রশিদ জানান,‘ওই শিক্ষিকার ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’(বিডি প্রতিদিন)
নিউজ ডেস্ক
আপডেট,বাংলাদেশ সময় ৬: ৩৫ পিএম,১৮ আগস্ট ২০১৭,শুক্রবার
এজি